শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৩

B.Sc Admission Test 2012-13 Circular in Laboratory,Dental,Physiotherapy,Radiology & Imaging in I.H.T


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের দপ্তর, INSTITUTE OF HEALTH TECHNOLOGY
মহাখালী,ঢাকা-১২১২।
ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ অধিভুক্ত ০৪(চার) বছর মেয়াদী নিম্নলিখিত B.Sc কোর্সে ২০১২-২০১৩ ইং শিক্ষা বর্ষে ছাত্র ছাত্রী ভর্তি জন্য নির্ধারিত ফরমে নিন্মলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে ।
ক্রমিক নং
                         কোর্সের নাম
            আসন সংখ্যা
01
BSc in Health Technology ( Laboratory)
                   55
02
BSc in Health Technology (Dental)
                   30
03
BSc in Physiotherapy
                   55
04
BSc in Radiology and Imaging Technology
                   40

Tatal
                  180

শর্তাবলী:
০১/ আসন বিভাজন ও যোগটাঃ-
ক) উপজাতিয় প্রার্থীদের জন্য প্রতিটি অনুষদে ১ (এক) টি করে আসন ও মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের জন্য প্রতি অনুষদে ১ টি করে আসন সংরক্ষিত থাকবে । মোট সংরক্ষিত আসন সংখ্যা হইবে ৪ × ২ = ৮ ( আট ) টি । বাকি আসন বিভাজন



নিম্নরুপঃ


কোর্সের নাম
মোট আসন
বিবরন
বিভাজিত আসন
সংখ্যা
BSc in Health Technology    ( Laboratory)
৫৫-২=৫৩
ডিপ্লোমাধারী সরকারী চাকুরীজীবী
২৬ টি
ডিপ্লোমাধারী সরকারী চাকুরীজীবী নহে
১৪ টি
উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) উত্তীর্ণ প্রার্থী।
১৩ টি
BSc in Health Technology (Dental)
৩০-২=২৮
ডিপ্লোমাধারী সরকারী চাকুরীজীবী
১৪ টি
ডিপ্লোমাধারী সরকারী চাকুরীজীবী নহে
০৭ টি
উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) উত্তীর্ণ প্রার্থী।
০৭ টি
BSc in Physiotherapy
৫৫-২=৫৩
ডিপ্লোমাধারী সরকারী চাকুরীজীবী
২৬ টি
ডিপ্লোমাধারী সরকারী চাকুরীজীবী নহে
১৪ টি
উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) উত্তীর্ণ প্রার্থী।
১৩ টি
BSc in Radiology and Imaging Technology
৪০-২=৩৮
ডিপ্লোমাধারী সরকারী চাকুরীজীবী
১৪ টি
ডিপ্লোমাধারী সরকারী চাকুরীজীবী নহে
১৪ টি
উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) উত্তীর্ণ প্রার্থী।
১০ টি

(খ) সরকারী / স্বায়ত্তশাসিত / বেসরকারি চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে থেকে ডিপ্লোমা পাশ এবং ৩১/১২/২০১২ ইং তারিখে বয়স অনুরদ্ধ  ৪৫ বৎসর ( এসএসসি  সনদ অনুযায়ী ) হইতে হইবে। সরকারী চাকুরীরত প্রার্থীদের চাকরীর বয়স ৩১/১২/২০১২ ইং তারিখে নুন্যতম ০৫ বছর হইতে হইবে।
গ) BSc in Physiotherapy কোর্স বাদে অন্যান্য কোর্সে ভর্তি ইচ্ছুক উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) উত্তীর্ণ প্রার্থী গনকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) পরীক্ষায় পদার্থ , রসায়ন, জীববিজ্ঞান বিষয় সহ ( ঐচ্ছিক বিষয় বাদে ) সর্বমোট জিপিএ নুন্যতম ৬.০০ প্রাপ্ত হইতে হইবে এবং  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে কোন পরীক্ষায় ( ঐচ্ছিক বিষয় বাদে ) নুন্যতম জিপিএ ২.৫ থাকিতে হইবে। BSc in Physiotherapy কোর্সে উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) উত্তীর্ণ প্রার্থী গনকে ( ঐচ্ছিক বিষয় বাদে ) সর্বমোট জিপিএ ৭.০০ প্রাপ্ত হইতে হইবে এবং  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে কোন পরীক্ষায় ( ঐচ্ছিক বিষয় বাদে ) নুন্যতম জিপিএ ৩.০০  থাকিতে হইবে ।২০১০ ইং সালের পূর্বে উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) পরীক্ষায় পাসকৃত প্রার্থী গন আবেদন করিতে পারিবে না
০২/
ক) উপজাতীয় কোটা দাবীর ক্ষেত্রে প্রার্থীদেরকে তাহাদের নিজ নিজ জেলা প্রশাসক এবং গোত্র প্রধানের সাক্ষরিত সনদ দাখিল করিতে হইবে।
খ) মুক্তিযোদ্ধার সন্তান্দের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক বর্তমান চলমান পদ্ধতি অথবা ১৯৯৭-২০০১ ইং পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অধীন তৎকালীন প্রধান মন্ত্রী কর্তৃক প্রতি স্বাক্ষরিত সনদপত্র দাখিল করিতে হইবে।
০৩) একজন প্রার্থীকে কেবলমাত্র একটি অনুষদে আবেদন করিতে পারিবেন। সরকারী / স্বায়ত্তশাসিত / বেসরকারি চাকুরীরত প্রার্থীগনকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হয়বে। প্রার্থী নিজেই আবেদন পত্র সংগ্রহ , জমা, ও প্রবেশ পত্র সংগ্রহ করিবেন। আবেদন পত্রে এবং প্রবেশ পত্রে প্রার্থী নিজে স্বাক্ষর করিবেন। স্বাক্ষর বিহীন আবেদন পত্র সরাসরি বাতিল বলিয়া গন্য হইবে। অসম্পূর্ণ  ও ভুল তথ্য সম্বলিত আবেদন পত্র বাতিল বলিয়া গন্য হইবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী দের ক্ষেত্রে পরিবর্তিতে কোন ভুল তথ্য পাওয়া গেলে তাহার পরীক্ষার ফলাফল / ভর্তি বাতিল বলিয়া গন্য হইবে । ভর্তির সময় স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বিবেচিত হইতে হইবে। অনুপযুক্তদের নির্বাচন বাতিল বলিয়া গন্য হইবে।
০৪) প্রত্যেক প্রার্থীকে ১০০ নম্বরের এক ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করিতে হইবে। লিখিত পরীক্ষা MCQ  পদ্ধতিতে অনুষ্ঠিত হইবে। উত্তর পত্র OMR মেশিনে দেখা হইবে, কোণ প্রকার মৌখিক পরীক্ষা গ্রহণ করা হইবে নামেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হইবে। লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোণ প্রকার ভাতা প্রধান করা হইবে না।
০৫) লিখিত পরীক্ষার মান বণ্টনঃ-
ক)   উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) প্রার্থীদের ক্ষেত্রে  এইচএসসি (বিজ্ঞান) অথবা সমমান (বিজ্ঞান) সিলেবাস অনুযায়ী বালা-১০, ইংরেজি- ২০, পদার্থ- ২০, রসায়ন- ২০, জীববিজ্ঞান- ২০, সাধারণ জ্ঞান – ১০।
খ) ডিপ্লোমাধারীদের জন্যঃ-  এণাটোমী- ২০, ফিজিওলোজী – ২০, কমিউনিটি মেডিসিন -১০, মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলোজী- ২০, ইংরেজি – ২০,  সাধারণ জ্ঞান – ১০।   
০৬) উপজাতীয় ও মুক্তিযোদ্ধা কোটা দাবিদার প্রার্থীদের অন্যান্য প্রার্থীদের ন্যায় একই শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে এবং একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করিতে হইবে।
০৭) অত্র INSTITUTE এর ভর্তি কমিটি লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ভিত্তিক সাময়িকভাবে নির্বাচিত ও অপেক্ষামান তালিকা প্রস্তুত করিয়া প্রকাশ করিবেন । নির্বাচিত ও অপেক্ষমান তালিকার ক্ষেত্রে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে। নির্বাচিত প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হইতে ব্যর্থ হইলে অপেক্ষমাণ তালিকা হইতে তাহা পূরণ করা হইবে। কোটা অনুযায়ী সরকারী চাকুরীরত বিভাগীয় প্রার্থী না পাওয়া যায় ঊহা ডিপ্লোমা পাশ ছাত্র ছাত্রীদের মধ্য থেকে পূরণ করা হইবে।
০৮) আবেদন পত্রের সহিত নিম্ন লিখিত সনদ ও কাগজ পত্রাদি জমা দিতে হইবে।
ক) SSC (বিজ্ঞান) ও HSC  (বিজ্ঞান) অথবা সমমান  (বিজ্ঞান) পরীক্ষায় পাশের  নম্বর পত্রের সত্যায়িত অনুলিপি।
খ) SSC (বিজ্ঞান) ও HSC  (বিজ্ঞান) অথবা সমমান  (বিজ্ঞান) পরীক্ষায় পাশের  সনদ / প্রশংসা পত্রের সত্যায়িত অনুলিপি।
গ) ডিপ্লোমা পাশ প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক প্রদত্ত চূড়ান্ত বর্ষ পাশের নম্বর পত্রের  সত্যায়িত অনুলিপি।
ঘ) ডিপ্লোমা পাশ প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হইতে ডিপ্লোমা পাশের সনদ / প্রশংসা পত্রের সত্যায়িত অনুলিপি।
ঙ) চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ পত্র , যোগদান পত্র এবং চাকুরী কালের বিবরণ সম্বলিত প্রত্যয়ন পত্রের সত্যায়িত অনুলিপি।
চ) উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে নিজ নিজ জেলা প্রশাসক এবং গোত্র প্রধানের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রের সত্যায়িত অনুলিপি।
ছ) মুক্তিযোদ্ধার সন্তান দের জন্য মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত অনুলিপি।
জ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি সত্যায়িত ( নাম সহ সিল ) রঙ্গিন ছবি ।
০৯) সরকারী চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পত্র দাখিল করিতে হইবে।
১০) সরকারী চাকুরীরত প্রার্থীদের ভর্তির সময় যথাযথ কর্তৃপক্ষের প্রেষণ আদেশ ও ছাড়পত্র দাখিল করিতে হইবে।
১১) সকল ছাত্র ছাত্রী দের ভর্তির  সময় মূল সনদপত্র ও নম্বর পত্র সমূহ অধ্যক্ষের দপ্তরে জমা দিতে হইবে।
১২) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কোর্স কারিকুলাম অনুযায়ী কোর্স পরিচালিত হইবে।
১৩) ভর্তি কৃত ছাত্র ছাত্রীদের আবাসিক সুবিধা প্রদানে কর্তৃপক্ষ বাধ্য নহে।
১৪) অত্র  INSTITUTE  হইতে অফিস চলাকালীন সময়ে ( সকাল ৮.০০ ঘটিকা হইতে বেলা ২.৩০ ঘটিকা পর্যন্ত ) নগদ = ১২২০ /- ( এক হাজার দুই শত বিশ ) টাকা জমা দিয়ে আবেদন পত্র সংগ্রহ করিতে হইবে । আবেদন পত্র বিক্রয় লব্ধ টাকা পরীক্ষা সংক্রান্ত কাজে ব্যয় করা হইবে ।
ক) আবেদন পত্র সংগ্রহের সময়ঃ ১২/০১/২০১৩ ইং তারিখ হইতে ২৬/০১/২০১৩ ইং তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়।
খ) আবেদন পত্র জমা দেওয়ার শেষ টাড়ীখঃ- ২৭/০১/২০১৩ ইং অফিস চলাকালীন সময়।
গ) প্রবেশ পত্র বিতরণের তারিখঃ- ০৬/০২/২০১৩ ও ০৭/০২/২০১৩ ইং অফিস চলাকালীন সময়।
ঘ) ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ- ০৮/০২/২০১৩ ইং সকাল ১০.০০ ঘটিকা হইতে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত ।
১৫) ভর্তি সংক্রান্ত বিস্তারিত  তথ্য অত্র INSTITUTE এ অফিস চলাকালীন সময়ে ( সকাল ৮.০০ ঘটিকা হইতে বেলা ২.৩০ ঘটিকা পর্যন্ত ) জানা  যাইবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন